
‘অমঙ্গল’ আতঙ্কে মানুষশূণ্য মঙ্গলপুর
ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি নথিতে গ্রামটির অস্তিত্ব আছে। আছে ফসলি জমি,পুকুর,গাছগাছালি। শুধু নেই কোন কোলাহল। মানুষের বসতির চিহ্ন হয়ে টিকে আছে ঘরবাড়ির কিছু ধ্বংসাবশেষ। তবে একসময় গ্রামটি মেতে থাকত মানুষের কোলাহলে। ছিল হিন্দু-মুসলমানের সহাবস্থান। উৎসব পালা-পার্বণ মাতিয়ে রাখত সারা বছর। সম্প্রীতির মেলবন্ধন ঘটানো সেই গ্রামে উৎসব তো দূরের কথা,এখন কোনো ঘরবাড়ির বালাই নেই। খাঁখাঁ করছে চারদিক।…