
অস্ট্রিয়ায় একদিকে বন্যা, অন্যদিকে তুষারপাত
বিশ্বাস করা কঠিন যে, এই গ্রীষ্মকালীন সময়ে অস্ট্রিয়ার ড্যাকস্টাইনে তুষারপাত হয়েছে ভিয়েনা ডেস্কঃ সোমবার(৭ আগষ্ট) অস্ট্রিয়ার আপার অস্ট্রিয়া এবং স্টাইরিয়া সীমান্ত অঞ্চলের আল্পস পর্বতমালার ডাকস্টাইনে ব্যাপক তুষারপাত হয়েছে। এই মধ্য গ্রীষ্মে তুষারপাতের দৃশ্যগুলি অদ্ভুত বলে মনে হচ্ছিল। এই অঞ্চলের বিখ্যাত স্কি ফিল্ড এলাকাগুলো বরফের সাদা চাদরে ঢেকে যাওয়ায় মনে হচ্ছিল শীতকালীন স্কি খেলার সময় এসে…