
নেছারাবাদে ভিজিডির চাল ও শীতের কম্বল ৪ মাস ধরে পরে ইউপি গোডাউনে
ডিস্টিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নের ভিজিডি’র (দরিদ্র বিমোচন প্রকল্প) চাল ও সরকারের দেয়া শীতের কম্বল গত ৪ মাসের বেশী পড়ে আছে ইউনিয়ন পরিষদের গোডাউনে। চাল বিতরন না করায় তা নষ্ট হবার উপক্রম হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন পরিষদের বিচার কক্ষে ৩৫-৪০ বস্তা ভিজিডি চাল পড়ে আছে। পাট ও প্লাস্টিকের বস্তায়…