
ইতালির আটকাদেশ থেকে মুক্ত হল অভিবাসী উদ্ধারের জাহাজ অরোরা
আদেশ অমান্য করার অভিযোগে আটক হওয়া ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজ অরোরা-কে মুক্তি দিয়েছে ইতালি ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৫ আগস্ট) জার্মানির বেসরকারি মানবাধিকার সংস্থা সি-ওয়াচ জানিয়েছে,ইতালির ভূমধ্যসাগরের দ্বীপ লাম্পেদুসা বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি পেয়েছে অরোরা৷ ফলে, সংকটাপন্ন মানুষদের প্রাণ বাঁচাতে আবারো ভূমধ্যসাগরে ভাসবে অরোরা ৷ উল্লেখ্য যে,গত ১৪ জুলাই থেকে এই জাহাজটি ইতালির লাম্পেদুসায় আটক ছিল…