
অস্ট্রিয়ার প্রধান বিরোধীদলের নেত্রীর মতে,সরকারের দ্রুত লকডাউনের শিথিলতা খুবই ঝুঁকিপূর্ণ
ইউরোপ ডেস্কঃ প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) এর প্রধান ডা.পামেলা রেন্ডি-ভাগনার মঙ্গলবার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে বলেন,সরকার করোনার লকডাউন দ্রুত শিথিলতার মাধ্যমে করোনাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণ থেকে দূরে সরে যাচ্ছে। লকডাউনের এই দ্রুত শিথিলতা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। অবশ্য তিনি স্কুল খুলে দেওয়াকে সমর্থন জানিয়েছেন। SPÖ প্রধান ডা.পামেলা…