ইতালি প্রতিনিধিঃ ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ ইতালির রাজধানী রোম নগরী। যা লাজিও অঞ্চলের সমজাতীয় মহানগরীর রাজধানীও বলা হয়ে থাকে। রোম হচ্ছে দেশটির সর্বাধিক জনবহুল পৌরসভা। আর এই রোম পৌরঅঞ্চলেই রয়েছে বাংলাদেশীদের বৃহত্তর জনগোষ্ঠি। যেখান থেকে পিডি বা ডেমোক্র্যাটিক পার্টি সর্মথনে সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে এগিয়ে রয়েছেন প্রার্থী মাউরো কালিস্তে।
রোমের ১৫টি কমুনে বা মিউনিসিপালের মধ্যে ৫ নাম্বার কমুনে’তে বিদেশীদের মধ্যে বাংলাদেশীদের অবস্থান শীর্ষে। পিডি হতে রোমের সম্ভাব্য মেয়র গোয়ালতেয়ারী’র সমর্থিত মাউরো কালিস্তে রোম ৫ নাম্বার কমুনে’র প্রেসিডেন্ট হিসেবে আজ ২৬মে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করতে যাচ্ছে।
এছাড়াও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেন্তসেল্লে’র via dei Gelsi 39 এবং via di Tor Pignatta 97 এ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়াও প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টায় Via della Serenissima ও Via Prenestina’র কর্ণারে এবং প্রতিশুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত via della Rustica 193 তে পিডি পার্টি অফিসে মাউরো কালিস্তে এর প্রচারণা এবং সমর্থন সংগ্রহ করা হবে।
যেহেতু ইতালিতে বাংলাদেশীদের সর্বাধিক অবস্থান এই অঞ্চলে, সেহেতু ৫ নাম্বার কমুনের প্রেসিডেন্ট নির্বাচিত করার বিষয়টি বেশ গুরুত্বপূর্ন। বাংলদেশীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে এবারের নির্বাচন বেশ অবদান রাখবে বলে আশা করেন স্থানীয় বাংলাদেশী প্রবাসীরা।
যে সকল বাংলাদেশী ইতিমধ্যে ইতালিয়ান পাসপোর্ট বা নাগরিকত্ব নিয়েছেন এবং এই এলাকায় রেসিডেন্টধারী তারাই এই নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন। তবে নিজেদের অবস্থান সুনিশ্চিত করতে সকলকে এই নির্বাচনে অবদান রাখতে হবে বলেও জানান অনেকে। উল্লেখ্য, করোনা ভাইরাস জনিত কারণে এবারের রোম পৌর নির্বাচন আগামী অক্টোবর এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মনিরুজ্জামান মনির /ইবি টাইমস