ভোলায় অভিযানে জেলে আটক, জরিমানা ও কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি : জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মার্চ ও এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছিল। ৩০ এপ্রিল মধ্য রাতে এ নিষেধাজ্ঞা শেষ হয়। ১ মে থেকে জেলেরা নদীতে মাছ শিকারে নেমে পড়ে। মার্চ ও এপ্রিল ওই মাস নিষিদ্ধ সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় মৎস বিভাগের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, কোষ্টগার্ডের সমন্বয়ে ৮১ টি ভ্রাম্যমান আদালতের ৪৪২ টি অভিযানে ৫১৪ জন জেলেকে আটক করা হয়েছে। জেল দেওয়া হয়েছে ১৬৪ জন জেলের বিরুদ্ধে। ৩৫০ জন জেলের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিলামে বিক্রি করা হয়েছে ২ লাখ ৯৮ হাজার টাকা।

এ ছাড়া ১৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাটকা ইলিশ মাছ ও অন্যান্য মাছ জব্দ করা হয়েছে ১১ টন। জব্দকৃত এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৯৯ টি বিহুন্দি জাল ও ২৮ টি পাই জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ৫৫ টি চরগারা, ৩৪ মশারি জাল ও ১৫ টি পোয়া জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এ তথ্য জানান।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »