চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল ও সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ২৯ এপ্রিল  চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল ও সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে সরোজগঞ্জ বাজারের তরমুজের বাজার তদারকি করা হয় এবং দেখা যায় সেখানে বিভিন্ন সাইজ ভেদে প্রতি পিচ  ৭০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন ব্যবসায়ীরা। এছাড়া  চুয়াডাঙ্গায় উৎপাদিত কালো খরমুজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি। চুয়াডাঙ্গায় উৎপাদিত এই খরমুজগুলো এখানকার কৃষকগণ কোথায় কি দামে বিক্রয় করছেন জানা থাকলে আমাদেরকে একটু অবহিত করার অনুরোধ রইলো।

এসময় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী একটি চানাচুর ফ্যাক্টরিকে ৩,০০০/- টাকা ও একটি সেমাই ফ্যাক্টরিকে ৭,০০০/- জরিমানাসহ ০২টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সাকিব হাসান/ইবি টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »