পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সদর উপজেলার পশুরীবুনিয়া গ্রামের সেলিম জোমাদ্দার নামে এক কৃষকের দেড় একর জমির ধান কেটে উঠোনে তুলে দিয়েছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। করোনা মহামারী প্রতিরোধে লকডাউন চলাকালীন সময়ে কৃষকদের পাশে দাড়ানোর জন্য দলের নেতা কর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান ও রেজাউল করিম শোয়েবসহ প্রায় শতাধিক নেতাকর্মী কৃষক সেলিম জোমাদ্দারের জমির ধান কেটে উঠোনে তুলে দেন।
কৃষক সেলিম জোমাদ্দার জানান, এক সপ্তাহ আগে তার জমির ধান পরিপক্ক হলেও করোনায় পরিস্থিতিতে শ্রমিক সংকটে ধান জমিতেই মজে যাচ্ছিলো, এমন সময় স্থানীয় যুবলীগের এক কর্মীর মাধ্যমে জেলা যুবলীগের সাথে যোগাযোগ করলে, তারা এসে জমির ধান কেটে দেয়।
এছাড়া কলাপাড় টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক মোঃ কবির হোসেনের জমির ধান কেটেদেয় উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।
জেলা যুবলীগ নেতা রেজাউল করিম শোয়েব বলেন, কৃষকেরা শ্রমিকের অভাবে ধান কাটতে পরিতেছেনা, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা যুবলীগ সব সময় মানুষের পাশে দাড়িয়েছি। আজকে আমরা পশুরীবুনিয়া গ্রামের সেলিম জোমাদ্দার নামে এক কৃষকের দেড় একর জমির ধান কেটে উঠোনে তুলে দিয়েছি। আমরা ভবিষতেও এরকম মানবিক কাজের জন্য প্রস্তুত আছি।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস