ভিয়েনা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটি গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে- মোমিন মেহেদী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে RAB-৯ এর অভিযানে এয়ার গান উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন লালমোহনে গণভোটের হ্যাঁ-না’কে কেন্দ্র করে বিএনপি–জামায়াত মুখোমুখি টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের অস্ট্রিয়ায় রেকর্ড, ১৪,০০০ অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন- ভাষানটেকে তারেক রহমান

বাংলাদেশে করোনায় ১১ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু,আক্রান্ত ৫০৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ২৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০৭ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন মঙ্গলবার ২০ শে  এপ্রিল কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘দেশে করোনা সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৭ হাজার ৫৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০৭ জন রোহিঙ্গা। জেলায় এ পর্যন্ত মোট ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন রোহিঙ্গা শরণার্থী।

কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের মোট ৩৪টি ক্যাম্পে বর্তমানে ৮ লাখ ৬৬ হাজার ৪৫৭ জন রোহিঙ্গা বসবাস করছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১৮ জন। কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি কক্সবাজার সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন সর্বোচ্চ ৪৮ জন।’ জেলায় করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে উখিয়া উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত  হয়েছেন ৭৭৩ জন ও মারা গেছেন ৩ জন।

এদিকে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন যে,করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুলতান আহমদ (৬৭) নামের এক রোহিঙ্গা মারা গেছেন। গত রবিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায়  সোমবার রাতে ক্যাম্পে দাফনের পর। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০  জন রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।

এই আশ্রয়শিবিরের বাসিন্দা কবির আহমদ ও সাজেদা বেগম বলেন, এত দিন এই শিবিরে করোনায় কেউ মারা যায়নি। বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। এই শিবিরে স্বাস্থ্যবিধির বালাই নেই। অধিকাংশ রোহিঙ্গা মুখে মাস্ক পরে না।

করোনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, নিহত সুলতান আহমদ অন্তত এক মাস আগে পেটের টিউমারের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাকালে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, রোববার রাত নয়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমদকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে টেকনাফের শালবন আশ্রয়শিবিরে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪,২৮০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা  ৭,৩২,০৬০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৮৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,১৮৩ জন। দেশে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৬,১৯৪ জন।

কবির আহমেদ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় ১১ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু,আক্রান্ত ৫০৭

আপডেটের সময় ০৫:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০৭ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন মঙ্গলবার ২০ শে  এপ্রিল কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘দেশে করোনা সংক্রমণ শুরু থেকে এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৭ হাজার ৫৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০৭ জন রোহিঙ্গা। জেলায় এ পর্যন্ত মোট ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন রোহিঙ্গা শরণার্থী।

কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের মোট ৩৪টি ক্যাম্পে বর্তমানে ৮ লাখ ৬৬ হাজার ৪৫৭ জন রোহিঙ্গা বসবাস করছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ‘জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১৮ জন। কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি কক্সবাজার সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন সর্বোচ্চ ৪৮ জন।’ জেলায় করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে উখিয়া উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত  হয়েছেন ৭৭৩ জন ও মারা গেছেন ৩ জন।

এদিকে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন যে,করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুলতান আহমদ (৬৭) নামের এক রোহিঙ্গা মারা গেছেন। গত রবিবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায়  সোমবার রাতে ক্যাম্পে দাফনের পর। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০  জন রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।

এই আশ্রয়শিবিরের বাসিন্দা কবির আহমদ ও সাজেদা বেগম বলেন, এত দিন এই শিবিরে করোনায় কেউ মারা যায়নি। বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। এই শিবিরে স্বাস্থ্যবিধির বালাই নেই। অধিকাংশ রোহিঙ্গা মুখে মাস্ক পরে না।

করোনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, নিহত সুলতান আহমদ অন্তত এক মাস আগে পেটের টিউমারের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাকালে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী বলেন, রোববার রাত নয়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমদকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে টেকনাফের শালবন আশ্রয়শিবিরে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৪,২৮০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা  ৭,৩২,০৬০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৮৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,১৮৩ জন। দেশে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৬,১৯৪ জন।

কবির আহমেদ ইবি টাইমস