বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সেহ্নলতা রায় ,ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ । ক্রীড়া প্রতিযোগিতায় ৮ গ্রুপে ৪০টি ইভেন্টে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫টি গ্রুপে ৪০ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।
বিকেলে জেলা প্রশাসক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন ও পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
জেলা প্রশাসক তার ব্যক্তব্য বলেছেন ক্রীড়া ও সাংস্কৃতিক মানুষকে সুস্থ সবল ও উদার মানুসিকতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে । শরীর গঠনের জন্য খেলাধূলা ও মানবিক গুনাবলি অর্জনের জন্য সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল কাজে সহায়তা করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















