বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ১০ টায় এই সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকতা সেগুহতা মেহনেজ সভাপতিত্ব করেন ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ও ঝালকাঠি সদর থানার অফিসাস ইনর্চাজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ সহ উপজেলা পযায়ে বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন তেয়োদশ সংসদ জাতীয় নিবাচনে বিষয়টি গুরুত্ব পেয়েছে। নিরবিছিন্ন বিদ্যুৎ সচল রাখা ভোট কেন্দ্রে মানুষের যাতাযাতের রাস্তাঘাট খারাপ থাকলে এই সময়ের মধ্যে সংস্কার করা। ভোটকেন্দ্রগুলিতে কাঠামোগত সংস্কার প্রয়োজন হলে তা সংস্কার করা এ ক্ষেত্রে টি আর ও কাবি খা প্রকল্প থেকে সহায়তা নিয়ে এর বাস্তবায়নের বিষয়ে আলোচিত হয়েছে । এবং সকল ভোট কেন্দ্রে সি সি ক্যামেরার স্থাপন এই বিষয় গুলি আলোচিত হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















