ভিয়েনা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ওয়াশিংটন গতকাল সোমবার ঘোষণা করেছে যে, আগামি বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাজনৈতিক বন্দিদের মুক্তি দ্রুত করার জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী দীর্ঘমেয়াদী কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে এবং ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে ‘শাসনের’ ঘোষণা দেওয়ার পর থেকে ওয়াশিংটন মাচাদোকে পাশে রেখেছে।

মাচাদো এবং এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে উপেক্ষা করে, ট্রাম্প মাদুরোর অন্যান্য মিত্রদের সাথে ক্ষমতায় থাকা
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজকে সতর্ক কওে বলেন যে, যদি তিনি ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে ওয়াশিংটনের নির্দেশ মেনে না চলেন, তাহলে তাকে পরিণতি ভোগ করতে হতে পারে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন যে, রিপাবলিকান প্রেসিডেন্ট বৃহস্পতিবার হোয়াইট হাউসে মাচাদোর সাথে বৈঠক করবেন।

এদিকে ভেনেজুয়েলা ঘোষণা করেছে যে, মাদুরোর শাসনের অধীনে কারাবন্দী আরও ১১৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে অনেককে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া বিক্ষোভে অংশগ্রহণের জন্য আটক করা হয়েছিল।’

মানবাধিকার সংস্থাগুলো মুক্ত হওয়া বন্দিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এবং কারাকাস যে দ্রুত মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে পরিবারের সদস্যরা দ্রুত আরও মুক্তি দিতে চাপ দিচ্ছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং বিরোধী দল জানিয়েছেন যে, মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ৮০০ থেকে ১২০০ বন্দির মধ্যে এপর্যন্ত মাত্র প্রায় ৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার

আপডেটের সময় ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ইবিটাইমস ডেস্ক : ওয়াশিংটন গতকাল সোমবার ঘোষণা করেছে যে, আগামি বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাজনৈতিক বন্দিদের মুক্তি দ্রুত করার জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী দীর্ঘমেয়াদী কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে এবং ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে ‘শাসনের’ ঘোষণা দেওয়ার পর থেকে ওয়াশিংটন মাচাদোকে পাশে রেখেছে।

মাচাদো এবং এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে উপেক্ষা করে, ট্রাম্প মাদুরোর অন্যান্য মিত্রদের সাথে ক্ষমতায় থাকা
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজকে সতর্ক কওে বলেন যে, যদি তিনি ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে ওয়াশিংটনের নির্দেশ মেনে না চলেন, তাহলে তাকে পরিণতি ভোগ করতে হতে পারে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন যে, রিপাবলিকান প্রেসিডেন্ট বৃহস্পতিবার হোয়াইট হাউসে মাচাদোর সাথে বৈঠক করবেন।

এদিকে ভেনেজুয়েলা ঘোষণা করেছে যে, মাদুরোর শাসনের অধীনে কারাবন্দী আরও ১১৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে অনেককে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া বিক্ষোভে অংশগ্রহণের জন্য আটক করা হয়েছিল।’

মানবাধিকার সংস্থাগুলো মুক্ত হওয়া বন্দিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এবং কারাকাস যে দ্রুত মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে পরিবারের সদস্যরা দ্রুত আরও মুক্তি দিতে চাপ দিচ্ছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং বিরোধী দল জানিয়েছেন যে, মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ৮০০ থেকে ১২০০ বন্দির মধ্যে এপর্যন্ত মাত্র প্রায় ৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
ঢাকা/এসএস