জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ শিরোনামে গত ১৮ ডিসেম্বর ইউরো বাংলা টাইমস পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই সড়কটির পুনঃসংস্কার করেছেন কর্তৃপক্ষ।
লালমোহন উপজেলা এলজিইডির নব যোগদানকারী প্রকৌশলী মো. তানজিলুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেলের সংবাদটি দৃষ্টি গোচর হলে উক্ত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন তারা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের নির্দেশে সড়কটির পুনঃসংস্কারের উদ্যোগ নেয়া হয়। সড়কটি পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়ায় ওই এলাকার সচেতন মহল সহ জনসাধারণ সংশ্লিষ্ট কর্তপক্ষকে ধন্যবাদ জানান।
সড়ক পুনঃ সংস্কারের ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তানজিলুর রহমান বলেন, আমি এবং উপ সহকারী প্রকৌশলী রাসেল কয়েকদিন হলো এই উপজেলায় যোগদান করেছি। আমাদের যোগদানের আগেই রাস্তাটি সংস্কারের কাজ প্রায় শেষ হয়েছে। গত ১৮ ডিসেম্বর দৈনিক ইউরো বাংলা টাইমস অনলাইনে সংবাদ প্রকাশের পর উক্ত রাস্তাটি আমাদের দৃষ্টিগোচরে আসে। এবং আমরা তাৎক্ষণিক পুনঃ সংস্কারের উদ্যোগ গ্রহণ করি । পত্রিকার সংশ্লিষ্ট কর্তপক্ষকে ধন্যবাদ জানাই উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের কে সহযোগিতা করার জন্য।
উল্লেখ, ভোলার লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে। কাজটি শেষ করার কথা ছিল গত জুন মাসে। কিন্তু দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করে যথাসময়ে কাজ শেষ না করে দীর্ঘদিন অদৃশ্য হয়ে যায়। হঠাৎ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রোলার নিয়ে এসে পুরাতন যৎসামান্য ইট ও মাটির উপর রোলার দিয়ে ফিনিশিং করে ওই মাটির মধ্যেই পিচের কাজ শুরু করে। উপজেলা এলজিইডি অফিসকে না জানিয়ে কাজ শুরু করেন ঠিকাদার। জানতেন না কর্তব্যরত এসও। এই ব্যাপারে তখন দৈনিক ইউরো বাংলা টাইমস সংবাদ প্রকাশিত হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















