বোমা হুমকির পর ভিয়েনার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সংসদ ভবন এলাকা নিরাপত্তার জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক অজ্ঞাত ব্যক্তি অস্ট্রিয়ার সংসদ ভবনে ফোন করে সংসদ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির পর পরই অস্ট্রিয়ার জাতীয় সংসদ ভবন ও তৎসংলগ্ন এলাকায় অস্ট্রিয়ার নিরাপত্তা বাহিনীর পুলিশ ও কমান্ডো ফোর্স একটি বড় ধরনের অভিযান পরিচালনা করে।
অস্ট্রিয়ার গণমাধ্যম জানায়, টেলিফোনে হুমকি পাওয়ার পর সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে সংসদ ভবনের আশেপাশের এলাকা ঘিরে ফেলে এবং পথচারীদের বিপদজনক অঞ্চলে প্রবেশাধিকার বন্ধ করে দেয়।
রিংস্ট্রাসে পুলিশ অভিযান: পুলিশ এবং জরুরি পরিষেবার বিপুল সংখ্যক সদস্য পৌঁছানোর ফলে রিংস্ট্রাসে যান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। বিশেষ কমান্ডো বাহিনী সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের জন্য সংসদ ভবন সহ সম্পূর্ণ এলাকাটি অনুসন্ধান করে।
ভিয়েনা পুলিশ প্রশাসন পরে গণমাধ্যমকে জানায়, টেলিফোনে হুমকিটি দেওয়া হয়েছে এবং পুলিশ হুমকিদাতাকে শনাক্ত করেছে। বর্তমানে অধিকতর
নিরাপত্তার জন্য পুলিশ আর কিছু বলতে অপারগতা জানিয়েছে এবং পুলিশি তদন্ত চলছে।
কবির আহমেদ/ইবিটাইমস















