শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাসনের দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নে সিরাজ বেপারী, হারিছ বেপারী, রুবেল বেপারী ও আলিম হাওলাদার নামে কয়েকজনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘জমি দখল’ সংক্রান্ত সংবাদ প্রচার করা হয়েছে, সে সংবাদ ভিত্তিহীন ও অসত্য দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাবুল কন্ট্রাক্টর
তিনি বলেন, সম্প্রতি বিরুদ্ধে ‘ভূমিহীন কৃষকের শত একর জমি প্রভাবশালীদের দখলে’ শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।
এই সংক্রান্ত ঘটনায় আমরা জড়িত ছিলাম না। শত্রুতাবশত স্থানীয় কিছু লোক আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশে ভিত্তিহীন তথ্য দিয়েছে। প্রকৃতপক্ষে আমরা চর মনোহার এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষকদের জমি চাষ দিয়েছি।
সেখানে আমাদের এক শতাংশ জমিও নেই এবং কারও জমির ওপর কোনো দাবি বা মালিকানাও নেই। তবুও আমাদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তাই তারা সত্যতা যাচাই করে এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস
























