ভিয়েনা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, ওয়ারিশ সূত্রে এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিন দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে তিনি ২২ শতাংশের মালিক। উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি নিয়মিত পরিশোধ করেছেন।

রাজুর দাবি, শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোর করে টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টি “অবৈধ ও জবরদস্তিমূলক”—উল্লেখ করে তিনি স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে এসিল্যান্ডের অফিসে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার প্রতিষ্ঠিত শিল্পপতি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনা তাদের বিস্মিত করেছে। তারা মনে করেন, দখল করা জমির সঠিক মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য উত্তম হবে।

ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার পৈত্রিক ২২ শতাংশ জমি তিনি জোর করে দখল করেছেন এবং সেখানে দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। ন্যায়বিচারের আশায় আমি এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে একাধিকবার ফোন ও সরেজমিনে যোগাযোগের চেষ্টা করা হলেও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বক্তব্য পাওয়া যায়নি।

নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে শিল্পপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেটের সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা মৌজায় লায়ন ফেরদৌস আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে জোরপূর্বক ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, ওয়ারিশ সূত্রে এসএ খতিয়ান নং ৬৫০-এর দাগ নং ১২৪৭, ১২৪৮ ও ১২৪৯—এই তিন দাগে মোট ৬৬ শতক জমির মধ্যে তিনি ২২ শতাংশের মালিক। উক্ত জমির ২০২৫-২৬ অর্থবছরের খাজনাও তিনি নিয়মিত পরিশোধ করেছেন।

রাজুর দাবি, শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজ প্রভাব খাটিয়ে তার মালিকানাধীন ২২ শতাংশ জমিতে জোর করে টিনশেড ঘর নির্মাণ করে দোকান হিসেবে ভাড়া দিয়েছেন। বিষয়টি “অবৈধ ও জবরদস্তিমূলক”—উল্লেখ করে তিনি স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে এসিল্যান্ডের অফিসে অভিযোগ করতে বাধ্য হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ফেরদৌস আলম ফিরোজ এলাকার প্রতিষ্ঠিত শিল্পপতি হওয়া সত্ত্বেও মাত্র ২২ শতাংশ জমি দখলের ঘটনা তাদের বিস্মিত করেছে। তারা মনে করেন, দখল করা জমির সঠিক মূল্য পরিশোধ করে সমঝোতায় আসাই তার জন্য উত্তম হবে।

ভুক্তভোগী রাজু আহম্মেদ ভুইয়া বলেন, আমার পৈত্রিক ২২ শতাংশ জমি তিনি জোর করে দখল করেছেন এবং সেখানে দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। ন্যায়বিচারের আশায় আমি এসিল্যান্ড মহোদয়ের কাছে অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে একাধিকবার ফোন ও সরেজমিনে যোগাযোগের চেষ্টা করা হলেও শিল্পপতি ফেরদৌস আলম ফিরোজের বক্তব্য পাওয়া যায়নি।

নাগবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিন তদন্ত করেছি। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস