ভিয়েনায় আগামীকাল রাতে অস্ট্রিয়া ইউরোপের ‘এইচ’ গ্রুপের শেষ খেলায় বসনিয়ার মুখোমুখি হবে, অস্ট্রিয়ার কমপক্ষে এক পয়েন্ট দরকার সরাসরি চূড়ান্ত পর্বের জন্য
স্পোর্টস ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে দলগুলোও পা ফেলছে লড়াইয়ের মঞ্চে। ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৩২ দলের টিকিট। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আসরে অংশ নেবে আরও ১৬ দল। চূড়ান্তভাবে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
বিশ্বকাপের আয়োজক হওয়ায় বিশ্বকাপের বাছাই খেলতে হয়নি কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে। বাছাইপর্বের মধ্যে দল নিশ্চিত হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের।
বাকি আছে ইউরোপ, কনক্যাকাফ ও প্লে-অফ থেকে দল চূড়ান্তের। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই অঞ্চল আরো টিকিট কেটেছে ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া। প্লে-অফের জন্য লড়বে বলিভিয়া।
ইউরোপ থেকে ১৬টি দলের মধ্যে নিশ্চিত হয়েছে পাঁচ দলের টিকিট। দলগুলো হলো- ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে। টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ বেশ কয়েকটি দল। টানা তৃতীয়বারের মতো প্লে-অফ খেলতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির।
ইউরোপীয়ান বিশ্বকাপ বাছাই পর্বের এইচ (H) গ্রুপে অস্ট্রিয়া ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া ও হার্জেগোভিনা।
অস্ট্রিয়া আগামীকাল রাতে নিজ মাঠে কমপক্ষে ড্র করে এক পয়েন্ট অর্জন করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি পরাজিত হয়,তাহলে অন্যান্য ইউরোপীয়ান দলের সাথে প্লে অফ ম্যাচ খেলতে হবে।
অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন আজ ভিয়েনার প্রাটার (Prater) স্টেডিয়ামে অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাথে প্র্যাকটিসের সময় সাক্ষাত করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেছেন। উল্লেখ্য যে, অস্ট্রিয়া ১৯৯৮ সালে শেষবার ফিফা বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিল।
এদিকে আফ্রিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৯টি দল। যেখানে আছে আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল। এছাড়া ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ জিতে কনফেডারেশন প্লে-অফের টিকিট পেয়েছে কঙ্গো।
এশিয়া থেকে টিকিট নিশ্চিত করেছে আট দল সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান ও উজবেকিস্তান। আর প্লে-অফ খেলে টিকিট পেতে লড়ছে সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এছাড়া ওশেনিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপ নিশ্চিত করা ৩২ দল:
এশিয়া : জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান, ও উজবেকিস্তান
ওশেনিয়া: নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া
আফ্রিকা : আলজেরিয়া, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল
দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া
ইউরোপ : ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে।
কবির আহমেদ/ইবিটাইমস





















