শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে মনোনয়নের দাবিতে জনসংযোগ ও ৩১ দফার বাস্তবায়নে লিফটে বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে শহরের আউট অফ স্টেডিয়াম মাঠে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সেখানে একত্রে সমবেত হন।
এরপর বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং জনসংযোগ মিছিল বের করেন।
মিছিল বের করার আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় তিনি আরো বলেন টাঙ্গাইলের ১২টি উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে চায়। যার বহিঃপ্রকাশ আজকের এই সমাবেশ।
বক্তব্য শেষে একটি বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এবং ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এরপর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১২ ইউনিয়নের নেতাকর্মীরা।
ঢাকা/এসএস






















