গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশ শতাংশেরও বেশি কমেছে
আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজারে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। আজ প্রতি আউন্সের দাম আবারও ৪,০০০ ডলারের নিচে নেমে এসেছে।
অক্টোবরের মাসের শুরুতে এটি প্রথম এই সীমা অতিক্রম করেছিল। মাসের শেষে এসে এখন তা পূর্বের অবস্থায় ফিরে এসেছে।
সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামের পতনের কারণ হল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতি। এটি স্বল্পমেয়াদে নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা কমিয়ে দিচ্ছে।
স্বর্ণের বাজারের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদ ব্যবসায়ীরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে স্বর্ণের দামের এই পতন আরও কিছু সময় অব্যাহত থাকবে।
গত সপ্তাহে বিশ্ব বাজারে এই মূল্যবান ধাতুটির দামের তীব্র পতন ঘটেছে, যা বিগত বারো বছরের মধ্যে এটির সবচেয়ে বড় দৈনিক পতন। ৪,৪০০ ডলারেরও কম দামে পৌঁছানোর পর থেকে, মূল্যবান ধাতুটি তার মূল্যের দশ শতাংশেরও বেশি হারিয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস




















