শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালির শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার শপথ নেওয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















