শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। এতে করে টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে পড়লে ওই এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনার শাখা নদী এলাংজানী নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত তৈরি হয়। এতে সেতুর পশ্চিম পাড়ের মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে। ফলে তোরাবগঞ্জ, চারাবাড়িসহ অন্তত শত গ্রামের মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করত। ধসের পর থেকে ছোট-বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস