যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি চালিয়ে হত্যা করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত
আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৩ অক্টোবর) রাতে ডালাসের একটি গ্যাস স্টেশনে তাকে হত্যা করা হয়। আজ শনিবার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি জানায়,ডালাসে অধ্যায়নের পাশাপাশি স্থানীয় একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন চাকরি করতেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী চন্দ্রশেখর
পল (২৭)। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা।
টেক্সাসের স্থানীয় সময় শুক্রবার রাতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হন চন্দ্রশেখর। ডালাসের গ্যাস স্টেশনে দায়িত্ব পালনের সময় বন্দুকধারীর অতর্কিত গুলিতে মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারন জানা যায়নি। ডালাস পুলিশ তদন্তে নেমেছে। হত্যাকাণ্ডের আশেপাশের বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ থেকে হত্যাকারীকে সনাক্তের কাজ করছে পুলিশ।
জানা গেছে, হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান চন্দ্রশেখর। সেখানে ছয় মাস আগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ডিগ্রি শেষ করে সেখানে পূর্ণকালীন চাকরির খোঁজ করছিলেন তিনি। এ সময় জীবিকার প্রয়োজনে গ্যাস স্টেশনে কাজ করছিলেন ভারতীয় এই শিক্ষার্থী।
নিহত চন্দ্রশেখরের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। এদিকে হায়দরাবাদে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিআরএস দলীয় বিধায়ক সুধীর রেড্ডি ও সেখানকার সাবেক মন্ত্রী টি হরিশ রাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হরিশ রাও বলেছেন, চেন্দ্রশেখরের বাবা-মা বিশ্বাস করতেন তাদের সন্তান বড় কিছু করবে। সেই ছেলেকে হারানোর বেদনা তাদের কাছে সত্যিই হৃদয়বিদারক। আমরা বিআরএসের পক্ষ থেকে দ্রুত চন্দ্রশেখরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
কবির আহমেদ/ইবিটাইমস