ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মনপুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় আর্তমানবতার সেবায় দরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প চালু হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে উপজেলা সদরের হাজিরহাট মডেল স্কুল চত্বরে এ সেবা চালু হয়।
‎ এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ মিয়া।

‎অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত উপজেলার ৪ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীকে এ সেবা হচ্ছে।
‎হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে খুশি দরিদ্র মানুষ।

‎চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”
‎চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”
‎আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
‎ এদিকে এ ক্যাম্পে ১ হাজার মানুষকে বিনামূল্যে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। একই সাথে রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এমন আয়োজন বলে জানান   আয়োজক।
‎আয়োজক এডভোকেট ছিদ্দিকুল্ল্যাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”
‎এদিকে চিকিৎসা ক্যাম্পের প্রথমদিন দেখা গেছে হাজারো মানুষের ঢল। তারা বিনামূল্যে সেবা পেয়ে সাদুবাদ জানিয়েছেন আয়োজকদের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনপুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

আপডেটের সময় ১১:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় আর্তমানবতার সেবায় দরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প চালু হয়েছে।

‎মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে উপজেলা সদরের হাজিরহাট মডেল স্কুল চত্বরে এ সেবা চালু হয়।
‎ এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফেরামের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুল্লাহ মিয়া।

‎অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত উপজেলার ৪ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীকে এ সেবা হচ্ছে।
‎হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে খুশি দরিদ্র মানুষ।

‎চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”
‎চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”
‎আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।
‎ এদিকে এ ক্যাম্পে ১ হাজার মানুষকে বিনামূল্যে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। একই সাথে রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এমন আয়োজন বলে জানান   আয়োজক।
‎আয়োজক এডভোকেট ছিদ্দিকুল্ল্যাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”
‎এদিকে চিকিৎসা ক্যাম্পের প্রথমদিন দেখা গেছে হাজারো মানুষের ঢল। তারা বিনামূল্যে সেবা পেয়ে সাদুবাদ জানিয়েছেন আয়োজকদের।
ঢাকা/ইবিটাইমস/এসএস