জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নবীন বরণ উপলক্ষ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, পড়ালেখা করে কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে নবীন বরণ অনুষ্ঠিত
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ২৩৪ সময় দেখুন
জনপ্রিয়
Translate »