হবিগঞ্জের ঝরে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা পাবেন-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রাম পরিদর্শন করেছেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও তাদেরকে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

বুধবার দুপুরে তিনি ছোট বহুলা গ্রাম পরিদর্শনে যান। তখন উপস্থিত এলাকাবাসী এমপিকে জানায়, মঙ্গলবার রাতের ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে।বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

সঙ্গে সঙ্গে এমপি আবু জাহির ফোনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেনকে ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এমপি আবু জাহির এর সাথে অতিরিক্ত ডিসি (সার্বিক) বিজেন ব্যানার্জী, সদরের ইউএনও মো. সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান, মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

ঝড়ে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রাম পরিদর্শন করেছেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও তাদেরকে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

বুধবার দুপুরে তিনি ছোট বহুলা গ্রাম পরিদর্শনে যান। তখন উপস্থিত এলাকাবাসী এমপিকে জানায়, মঙ্গলবার রাতের ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

সঙ্গে সঙ্গে এমপি আবু জাহির ফোনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেনকে ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এমপি আবু জাহির এর সাথে অতিরিক্ত ডিসি (সার্বিক) বিজেন ব্যানার্জী, সদরের ইউএনও মো. সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান, মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »