ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

শৈলকুপায় মূর্তি ভাঙচুর: ফুটেজ দেখে পাগল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যাকে মঞ্জের পাগল নামে সবাই চেনে সে মন্দিরে প্রবেশ করে। এরপর ৬টি মূর্তির মাথা ভেঙে সরিয়ে দেয় সে।

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু তা প্রশাসন তদন্ত করে দেখবে। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছেন। তিনি অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকবাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে । অবশ্যই তার বিরুেদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা শোনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মূর্তি ভাঙচুর: ফুটেজ দেখে পাগল আটক

আপডেটের সময় ০২:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১), যাকে মঞ্জের পাগল নামে সবাই চেনে সে মন্দিরে প্রবেশ করে। এরপর ৬টি মূর্তির মাথা ভেঙে সরিয়ে দেয় সে।

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, মনজের আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদাছেনার কাজে অংশ নিতে দেখা গেছে। তবে এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু তা প্রশাসন তদন্ত করে দেখবে। অনেকেই মনে করছেন, কেউ হয়তো তাকে উসকানি দিয়ে এ কাজ করিয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তারা উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেছেন। তারা জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলেই মনে হলেও, পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছেন। তিনি অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি বিগ্রহের মাথা ভেঙেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, প্রাথমিকবাবে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে । অবশ্যই তার বিরুেদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা শোনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস