ইবিটাইমস ডেস্ক : এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল রাশিয়ার তিনটি মিগ-৩১ জেট যুদ্ধবিমান। রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর ইউরোপ ও ন্যাটোর সঙ্গে দেশটির উত্তেজনা বৃদ্ধির জন্য শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নিন্দা জানিয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনটি রুশ সামরিক জেট বিমান ন্যাটো সদস্য রাষ্ট্র এস্তোনিয়ার আকাশসীমায় ১২ মিনিটের জন্য ঢুকে পড়েছিল। জেলেনস্কি এই ঘটনাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন।
ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণের সাড়ে তিন বছর পর মস্কোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ‘অস্থিতিশীল কার্যকলাপ’ সম্প্রসারণের অভিযোগ করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘এগুলো দুর্ঘটনা নয়। এটি ইউরোপ, ন্যাটো ও পশ্চিমাদের বিরুদ্ধে পরিচালিত একটি নিয়মতান্ত্রিক রাশিয়ান অভিযান এবং এর জন্য একটি পদ্ধতিগত প্রতিক্রিয়া প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি জাতির সম্মিলিত ও ব্যক্তিগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’
তিনি রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছিলেন যে রাশিয়ার এই অনুপ্রবেশের ফলে ন্যাটো যোদ্ধারা বিমানগুলোকে প্রতিহত করেছে।
তিনি এই ঘটনাকে ‘ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ বলে অভিহিত করেছেন।
ঢাকা/এসএস