ভিয়েনা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের NÖ রাজ্যে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ১৫ সময় দেখুন

রাজধানী ভিয়েনার দক্ষিণেও প্রচন্ড কম্পন অনুভূত

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনাইমিক্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,আজ মঙ্গলবার ৩০ শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার(১৮:০০) কিছু পূর্বে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য NÖ এক ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল সনাক্ত করা হয়েছে Niederösterreich রাজ্যের Neunkirchen জেলায়।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থার সাথে লোয়ার অস্ট্রিয়ার(NÖ) একজন বাসিন্দা জানান, “প্রচন্ড ভূমিকম্পনে প্রথমে আমি ভেবেছিলাম একটি বোমা আঘাত হেনেছে”। ভূমিকম্পের সাথে সাথেই লোয়ার অস্ট্রিয়া,বুর্গেনল্যান্ড ও ভিয়েনার দক্ষিণ এলাকার বাসিন্দারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের ভূমিকম্প অনুভুতির কথা লিখে পোস্ট দিচ্ছেন।

অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন প্রাথমিকভাবে এখনও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।অস্ট্রিয়ার বহুল প্রচারিত দৈনিক “Kronen Zeitung” পত্রিকা তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন,অস্ট্রিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজ অ্যান্ড জিওডাইনামিক্সের (জেডএএমজি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে NÖ রাজ্যের Neunkirchen জেলায় ৪.৭ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন বুর্গেনল্যান্ড রাজ্য ও ভিয়েনার দক্ষিণ অংশ থেকেও অনুভূত হয়েছে।

পত্রিকাটি আরও জানান,ভূমিকম্পের কেন্দ্রস্থল Neunkirchen জেলার বাড়ি ঘরের সামান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জেডএএমজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রস্থলের বাড়িঘরের ফাটলের ছবি সহ স্থানীয় লোকজন বিভিন্ন পোস্ট দিচ্ছেন। ভিয়েনার রাজ্য প্রশাসনের জনৈক কর্মকর্তাও ভূমিকম্পের কম্পন অনুভবের কথা জানিয়েছেন পত্রিকাটিকে।

এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার এক টুইট বার্তায় জানিয়েছেন যে,অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের ৩ টি রাজ্য ছাড়াও বাকী অন্যান্য রাজ্যের করোনার সংক্রমণের বিস্তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।ফলে এখন আমরা সমগ্র অস্ট্রিয়াতেই সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা করছি।

তিনি আরও জানান,আগামী সোমবার ৫ ই এপ্রিল সরকারের নীতিনির্ধারকদের সাথে পুনরায় দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, রাজ্য গভর্নর এবং জাতীয় সংসদের বিরোধীদলের প্রধানের সাথে বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩,০০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।গত ৭ দিনে অস্ট্রিয়ার প্রতিদিনের গড় সংক্রমণ ৩,২২৩ জন। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৭৭২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮১৭ জন, OÖ  রাজ্যে ৩৯৮ জন,Tirol রাজ্যে ২৮৫ জন,Steiermark রাজ্যে ২৫৬ জন, Salzburg রাজ্যে ১৬২ জন,Kärnten রাজ্যে ১৫২ জন,Burgenland রাজ্যে ৯৫ জন এবং Vorarlberg রাজ্যে ৬৪ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৪২,৫৪২ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯,৩০৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯৭,৮১৬ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৪১৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের NÖ রাজ্যে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আপডেটের সময় ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১

রাজধানী ভিয়েনার দক্ষিণেও প্রচন্ড কম্পন অনুভূত

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনাইমিক্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,আজ মঙ্গলবার ৩০ শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার(১৮:০০) কিছু পূর্বে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য NÖ এক ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল সনাক্ত করা হয়েছে Niederösterreich রাজ্যের Neunkirchen জেলায়।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থার সাথে লোয়ার অস্ট্রিয়ার(NÖ) একজন বাসিন্দা জানান, “প্রচন্ড ভূমিকম্পনে প্রথমে আমি ভেবেছিলাম একটি বোমা আঘাত হেনেছে”। ভূমিকম্পের সাথে সাথেই লোয়ার অস্ট্রিয়া,বুর্গেনল্যান্ড ও ভিয়েনার দক্ষিণ এলাকার বাসিন্দারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের ভূমিকম্প অনুভুতির কথা লিখে পোস্ট দিচ্ছেন।

অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন প্রাথমিকভাবে এখনও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।অস্ট্রিয়ার বহুল প্রচারিত দৈনিক “Kronen Zeitung” পত্রিকা তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন,অস্ট্রিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজ অ্যান্ড জিওডাইনামিক্সের (জেডএএমজি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে NÖ রাজ্যের Neunkirchen জেলায় ৪.৭ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন বুর্গেনল্যান্ড রাজ্য ও ভিয়েনার দক্ষিণ অংশ থেকেও অনুভূত হয়েছে।

পত্রিকাটি আরও জানান,ভূমিকম্পের কেন্দ্রস্থল Neunkirchen জেলার বাড়ি ঘরের সামান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জেডএএমজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রস্থলের বাড়িঘরের ফাটলের ছবি সহ স্থানীয় লোকজন বিভিন্ন পোস্ট দিচ্ছেন। ভিয়েনার রাজ্য প্রশাসনের জনৈক কর্মকর্তাও ভূমিকম্পের কম্পন অনুভবের কথা জানিয়েছেন পত্রিকাটিকে।

এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার এক টুইট বার্তায় জানিয়েছেন যে,অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের ৩ টি রাজ্য ছাড়াও বাকী অন্যান্য রাজ্যের করোনার সংক্রমণের বিস্তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।ফলে এখন আমরা সমগ্র অস্ট্রিয়াতেই সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা করছি।

তিনি আরও জানান,আগামী সোমবার ৫ ই এপ্রিল সরকারের নীতিনির্ধারকদের সাথে পুনরায় দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, রাজ্য গভর্নর এবং জাতীয় সংসদের বিরোধীদলের প্রধানের সাথে বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩,০০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।গত ৭ দিনে অস্ট্রিয়ার প্রতিদিনের গড় সংক্রমণ ৩,২২৩ জন। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৭৭২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮১৭ জন, OÖ  রাজ্যে ৩৯৮ জন,Tirol রাজ্যে ২৮৫ জন,Steiermark রাজ্যে ২৫৬ জন, Salzburg রাজ্যে ১৬২ জন,Kärnten রাজ্যে ১৫২ জন,Burgenland রাজ্যে ৯৫ জন এবং Vorarlberg রাজ্যে ৬৪ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৪২,৫৪২ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯,৩০৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯৭,৮১৬ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৪১৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস