শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ঢাকা-যমুনাসেতু মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে তারা ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর-নগরজলপাই এলাকা অবরোধ করে রাখে। এসময় তারা মহাসড়কে শুয়ে-বসে পরেন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে আটকে থাকে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন।
পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে। যৌথবাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মহসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা অবরোধ শেষ করে চলে য়ায়।
এর আগে, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর-নগরজলপাই এলাকা অবরোধ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস