শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল :
টাঙ্গাইলে ‘জুলাই বিপ্লবোত্তর প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় জেলা সাধারণ গ্রন্থাগারে শুরু হয়ে বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
বন্ধন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ইকবাল হোসাইন বাদল এবং সঞ্চালনা করেন ওমর ফারুক জুবায়ের।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক রেজাউল হাসান চৌধুরী, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, শহীদ মারুফের মা ও শহীদ আশরাফুল্লাহর মা।
প্রধান অতিথি আহসান হাবীব মাসুদ বলেন, “জুলাই বিপ্লবোত্তর প্রত্যাশিত বাংলাদেশ আমরা এখনও দেখতে পাচ্ছি না। দেশে এখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, হত্যা ও ধর্ষণের মতো অনাচার চলছে। এসব থেকে মুক্তি পেতে আল-কুরআনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই।” তিনি আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক ড. আহসান হাবীব ইমরোজ বলেন, ভারতের শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন মুসলিম চিন্তাবিদদের হাত ধরেই বিকশিত হয়েছে। অথচ ভারতের সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে বিভাজনের চেষ্টা করে চলেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পরও শহীদদের বিচারিক কার্যক্রম দৃশ্যমান হয়নি।”
শহীদ মারুফের মা বলেন, “আমার একমাত্র ছেলের হত্যার বিচার চাই। আগামী নির্বাচনে আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেব।” আর শহীদ আশরাফুল্লাহর মা বলেন, “আমার সন্তান সবসময় ন্যায়ের পক্ষে ছিল। দেশের জন্য সে জীবন উৎসর্গ করেছে। এতে আমি গর্বিত।
ঢাকা/ইবিটাইমস/এসএস