ভিয়েনা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুহিন হত্যাসহ সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৮ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নলছিটি প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে প্রেসক্লাবের সদস্যদের
পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক মিলন কান্তি দাস, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরনের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি
দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুহিন হত্যাসহ সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নলছিটি প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে প্রেসক্লাবের সদস্যদের
পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাংবাদিক মিলন কান্তি দাস, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরনের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি
দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস