ইবিটাইমস ডেস্ক : সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১ আগস্ট) এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেহেরপুর জেলার শিক্ষার্থী (১) মাহিয়া তাসনিম মায়া এবং কুষ্টিয়া জেলার অভিভাবক রজনি ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।
এছাড়া শনিবার (২ আগস্ট) শিক্ষার্থী ফাতেমা আক্তার ও ফরিদপুরের রাইসা মনির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। এছাড়া একই দিনে বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকা/এসএস