সালাম সেন্টু, ইবিটাইমস : অস্ট্রিয়ার ভিয়েনা রাজ্যের ২৩নং ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন বলেছেন, বাংলাদেশের এ পরিবর্তনে তরুণদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে সময় ছাত্ররা, আবু সাঈদের মতো শহীদরা রাস্তায় নেমেছিল, তখন সাংবাদিকরা ঘরে বসে সংবাদ লিখেনি। তারাও ছাত্রদের সাথে রাস্তায় ছিল। তাঁদের মাধ্যমেই সারাবিশ্বে সংবাদ পৌঁছেছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার (এনএনসি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে মাহমুদুর রহমান কে ফুলের তোড়া দিয়ে বরন করেন এন এন সির ভাইস প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির ভুইয়া।
বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন আরও বলেন, দেশ ও মানুষের জন্য কিছু করতে হলে পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে তরুণরদের আসা খুবই গুরুত্বপূর্ণ।
শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মাহমুদুর রহমান নয়ন বলেন, তাঁর মনে একটা মিনিট কিংবা সেকেন্ডের জন্য ভয় ছিলনা যে, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে তাঁকে জীবন দিতে হবে। তরুণরা যেটা দেখিয়েছে, সেটা ওই সময়ে অন্য কেউ বাংলাদেশের মত জায়গায় করার ক্ষমতা রাখতো না।
পরে সংগ্রহ বার্তা নামে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মাহমুদুর রহমান নয়নসহ অতিথিরা।
এনএনসি’র সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিইউজের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল ডিভিশনাল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন প্রমুখ।