আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি

ইবিটাইমস ডেস্ক : আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। বৃহস্পতিবার (৩ জুলাই) লালবাগে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী রাজধানীর যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্টও জোরদার করা হয়েছে।

মো. সারওয়ার আরও বলেন, ‘জনভোগান্তি এড়াতে তাজিয়া মিছিলের রুটগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া, মিছিল চলাকালীন পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিল যেন উচ্চ আওয়াজ ছাড়াই পরিচালিত হয় এবং সন্ধ্যার আগেই শেষ করা হয়, সে অনুরোধও জানানো হয়েছে।’

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »