চরফ্যাসনে প্রতারণার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন : ভোলার চরফ্যাসনে স্ট্যাম্প চুক্তি করে জমি বিক্রির নামের প্রতারণার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। ২০২৪ সনের ৯ সেপ্টেম্বর সৎ ভাই এনামুল স্টাম্প চুক্তির মাধ্যমে ৬ শতাংশ জমি বিক্রি করেন এবং দলিল দেয়ার নামে সময় ক্ষেপন করেন। কিন্ত বোনের সঙ্গে প্রতারণা করে দলিল না দিয়ে তার কাছে বিক্রিত ৬ শতাংশ জমিসহ আরও জমি গোপনে বিক্রির চেষ্টা করেন।
পরে চরফ্যাসন সাবরেজিষ্টার অফিসে বোন আপত্তি জানালে ওই অংশের জমির দলিল কার্য বন্ধ হয়। এতেই থেমে থাকেনি সৎ ভাই।
জমি বিক্রিতে বাঁধা পেয়ে বোনকে হামলা-মামলার হুমকি-ধমকি দেন। ভাইয়ের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন বোন এবং তার পরিবারের সদস্যরা।
সোমবার রাতে চরফ্যাসন রির্পোর্টাস ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদাউস।
জান্নাতুল ফেরদাউস অভিযোগ করেন, তিনি জিন্নাগর মৌজায়  এসএ ৩৭৫ নং খতিয়ান ও জমাখারিজ ৪৫৯৫,দিয়ারা হাল ডিপি নং ৭৬৫ নং খতিয়ানের দিয়ারা ৩৬৪ থেকে তার  সৎ ভাই এনামুল হাসান ২০২৪ সনের ৯ সেপ্টেম্বর সৎ ভাই এনামুল স্টাম্প চুক্তির মাধ্যমে বায়না চুক্তি করে  ৬ শতাংশ জমি বিক্রি করেন। কিন্ত সৎ ভাই এনামুল প্রতারনার উদ্দেশ্যে দলিল সম্পাদনে সময় ক্ষেপন করতে থাকেন। সৎ ভাই জমি দলিল দিতে প্রতারনার বিষয়টি আচ করতে পেরে জমি দলিল দেয়ার জন্য চাপ দেন জান্নাতুল ফেরদাউস। এতেই ঘটে বিপত্তি। সৎ এনামুল আমার খরিদা জমি দলিল না দেয়ার উদ্দেশ্যে গোপনে ওই জমি অন্য এক ব্যাক্তির কাছে বিক্রির চেষ্টা করেন। খবর পেয়ে আমি চরফ্যাসন সাব রেজিস্টার অফিসে গিয়ে জমি বিক্রিতে বাধা দেই। এতেই ক্ষিপ্ত হন সৎ ভাই এনামুল। বিক্রিত জমি আত্মসাতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সামাজিক ভাবে হেনস্তা করতে অপপ্রচার শুরু করেন। এতেই থেমে যাননি সৎ ভাই সহ তার দলবলরা। আমাকে ঘায়েল করতে মারধরের চেষ্টা ও মামলার হুমকি দেন এবং স্থানীয় থানায় একাধিক অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করেন। জমি বিক্রির নামে প্রতারনায় ব্যার্থ হয়ে সৎ ভাইয়ের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, ওই খতিয়ানে নিয়ে জমি বিরোধ সংক্রান্ত দেওয়ানী ৭৭৫/২৩ নং মামলা চলমান থাকলেও সাবরেজিষ্টার অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে আদালতের নিষেধাজ্ঞা  উপেক্ষা করে জমি বিক্রির চেষ্টা করেন। এতে তার বিক্রিত জমির দলিল ও জমি ভোগ দখল নিয়ে আশংকায় আছেন তিনি।  
অভিযোগ প্রসঙ্গে এনামুল হাসান জানান, আমার বিরুদ্ধে আমার সৎ বোন ষড়যন্ত্র করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »