ভিয়েনা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মসজিদ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার (৩০ জুন) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে নাগরপুর উপজেলায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব আসে। শর্ত ছিল, কমপক্ষে ৪০ শতাংশ জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোতাবেক নাগরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের জমি ওয়াকফ করে দেন।

তবে পরবর্তীতে সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হওয়ার পর মসজিদটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা শুরু হয়। শর্ত অনুযায়ী নির্ধারিত জায়গা না পাওয়ায় প্রকল্পটি থেমে যায়। সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি নেতার উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের চেষ্টা চলছে। ইতিমধ্যে সেখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং ২৬ জুন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে উদ্বোধনের আমন্ত্রণ জানানো হলেও তিনি অজ্ঞাত কারণে তা উন্মোচন করেননি।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, যেখানে সরকারি শর্ত অনুযায়ী ওয়াকফকৃত জমি রয়েছে, সেখানে মসজিদ না করে কলেজ চত্বরে মসজিদ নির্মাণ জনগণের প্রতি অবিচার। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দিন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলেজ শিক্ষার্থী শাহাদত হোসেনসহ আরও অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ১১:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জমিতে মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মসজিদ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার (৩০ জুন) দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে নাগরপুর উপজেলায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব আসে। শর্ত ছিল, কমপক্ষে ৪০ শতাংশ জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে রেজিস্ট্রেশন করতে হবে। সেই মোতাবেক নাগরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের জমি ওয়াকফ করে দেন।

তবে পরবর্তীতে সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হওয়ার পর মসজিদটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা শুরু হয়। শর্ত অনুযায়ী নির্ধারিত জায়গা না পাওয়ায় প্রকল্পটি থেমে যায়। সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি নেতার উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের চেষ্টা চলছে। ইতিমধ্যে সেখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং ২৬ জুন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে উদ্বোধনের আমন্ত্রণ জানানো হলেও তিনি অজ্ঞাত কারণে তা উন্মোচন করেননি।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, যেখানে সরকারি শর্ত অনুযায়ী ওয়াকফকৃত জমি রয়েছে, সেখানে মসজিদ না করে কলেজ চত্বরে মসজিদ নির্মাণ জনগণের প্রতি অবিচার। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রস্তাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দিন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলেজ শিক্ষার্থী শাহাদত হোসেনসহ আরও অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস