যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে
ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৯ জুন) মরক্কো যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি পাওয়া যায়। পরে ম্যাগাজিনটি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন।
তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল সাতটায় ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখান থেকে মরক্কোয় মারাক্কেশ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২৫ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘সকালে বোর্ডিং করার আগে প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের (ছোট ব্যাগ) মধ্যে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল।
ভিডিওটি দেখতেে নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://www.facebook.com/share/v/16avywM77x/
ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি (আসিফ মাহমুদ) জানান এটি ভুলবশত লাগেজে চলে এসেছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন। এরপর তিনি বিমানে ওঠেন।’
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন (আইকাও), বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন (এআইপি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ডেঞ্জারাস গুড রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লকড প্যাকেজে প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়।
কবির আহমেদ/ইবিটাইমস