বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব উপলক্ষ্যে ঝালকাঠির শ্রী শ্রী রাধা গোবিন্দের আঙিনায় ৮দিনব্যাপী বিভিন্ন ধরণের ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিদিন মঙ্গল আরতি, ভজন কির্তন, শ্রী শ্রী জগন্নাথ লিলা মৃতপাঠ, বৈদিক নৃত্য ও বৈদিক নাটক ইত্যাদি। ঝালকাঠির শ্রী রাধাকান্ত মদনমোহন ও ভক্তি দিবদাস জগন্নাথ লিলা মৃতপাঠ করেন।
শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। স্বরস্বতী নৃত্য থিয়েটার দেবাশীস সেনগুপ্ত, লোকনাথ শিল্পগোষ্ঠী, স্বপ্নছোয়া খেলাঘর ও গীত সংগীত একাডেমি, শিশু একাডেমি ঝালকাঠি এই সকল সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে রথযাত্রা উপলক্ষ্যে ৮ দিনব্যাপী উৎসব কর্মসূচি
