ভিয়েনা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ের পানি শোধনাগার চার বছর ধরে বন্ধ রাজনীতি স্থিতিশীল থাকলে সামনে অর্থনীতি আরও ভালোভাবে চলবে : ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু আরও ১৬ দেশের পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে যৌনকর্মীদের ১২টি বাসস্থান এবং ১০টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত যৌনকর্মীরা জানান, আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে জেগে ওঠার পরই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মালামাল বের করে আনার সুযোগ হয়নি। তাদের ঘরে থাকা ফ্রিজ, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, লাল মিয়া, সালমা, সন্ধ্যা ও আলো জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তারা নিজেদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি।
নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম বলেন, “সবকিছু পুড়ে গেছে। মেয়েদের খাওয়ার নেই, পরিধেয় নেই, থাকার জায়গাও নেই। এখন তারা কোথায় যাবে?” তিনি জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানবিক সহায়তার আহ্বান জানান।
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, তিনি ঘটনাটি জানার পরপরই খোঁজখবর নিয়েছেন এবং দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা সহযোগিতা করবো।

Tag :
জনপ্রিয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই

আপডেটের সময় ০৬:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে যৌনকর্মীদের ১২টি বাসস্থান এবং ১০টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত যৌনকর্মীরা জানান, আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে জেগে ওঠার পরই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মালামাল বের করে আনার সুযোগ হয়নি। তাদের ঘরে থাকা ফ্রিজ, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, লাল মিয়া, সালমা, সন্ধ্যা ও আলো জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তারা নিজেদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি।
নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম বলেন, “সবকিছু পুড়ে গেছে। মেয়েদের খাওয়ার নেই, পরিধেয় নেই, থাকার জায়গাও নেই। এখন তারা কোথায় যাবে?” তিনি জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানবিক সহায়তার আহ্বান জানান।
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, তিনি ঘটনাটি জানার পরপরই খোঁজখবর নিয়েছেন এবং দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা সহযোগিতা করবো।