গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

ইবিটাইমস ডেস্ক : গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এস.আর.ও. নম্বর ২৬৭-আইন/২০২৫ এর কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নং ৭ অফ ১৯৫৬) এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্ট-এর অধীন ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারীকৃত প্রজ্ঞাপন এস. আর.ও. নম্বর-৩১২-আইন/২০২৪ দ্বারা গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।

উল্লেখ্য, গুম কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »