শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভার ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে সাদ্দাম ঘরের মেঝেতে বসে মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে সখীপুরের আলমগীর মেডিকেল হলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা আব্দুল কাদের জানান, সাদ্দাম এক সন্তানের জনক ছিলেন এবং রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, “আমাদের হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সাপে কাটার ঘটনা ঘটলে সময় নষ্ট না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস