টাঙ্গাইলে যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে বাসনা আক্তার (১৯) নামে এক তরুণ যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় যৌনকর্মীদের অভিযোগ, বাসনাকে শ্বাসরোধে হত্যা করেছে তার কথিত প্রেমিক মাসুদ। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

জানা গেছে, বাসনা আক্তারের বাবা-মা কেউ নেই। ছোটবেলা থেকেই তিনি কান্দাপাড়া যৌনপল্লিতে বড় হয়েছেন এবং পরবর্তীতে ওই পল্লিতেই যৌনকর্মী হিসেবে যুক্ত হন। তার সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চর খিদিরপুর গ্রামের মৃত মো. লাল মিয়ার ছেলে মাসুদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসুদ পেশায় একজন রিকশাচালক।

পল্লির অন্যান্য যৌনকর্মীরা জানান, মাসুদ প্রায়ই বাসনার ঘরে যাতায়াত করতেন এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার দুপুরে বাসনা তাকে কয়েকবার ফোন দিয়ে আসতে বলেন। পরে মাসুদ রেক্টিফাইড স্পিরিট কিনে নিয়ে বাসনার ঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ করে মাসুদ চিৎকার শুরু করলে পাশের ঘরের যৌনকর্মীরা দৌঁড়ে এসে বাসনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাসনার মৃত্যু নিশ্চিত হলে তারা মাসুদকে ধরে মারধর করেন এবং তার হাত-পা বেঁধে ফেলেন। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানবীর আহাম্মেদ জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাসুদকে ছেড়ে দেওয়া হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »