টাঙ্গাইলে ৫ ডাকাত গ্রেফতার 

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান, বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ, ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন, মৃত ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার। 

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে এলাকায় পৌঁছাইলে একটি হাইস গাড়ি তাদের পথরোধ করে ডাকাতী সংঘটিত করে।এসময় তাদের কাছে থাকা টাকা ও ৫টি মোবাইল নিয়ে নেয় তারা। এসময় পাশে থাকা হাইওয়ে পুলিশের টহল টিম দেখে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতী কাজে ব্যবহৃত হাইচ গড়িটি রেখে পালিয়ে যায়।ফাঁকা গুলি করার সময় হাইওয়ে পুলিশের রেকারের হেলপার তুহিন গুলিবিদ্ধ হয়। এরপর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন মামলা দায়ের করে মির্জাপুর থানায়।

পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানার চৌকস টিম গতকাল রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ৪ জন ও মিরপুর থেকে ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। এছাড়া লুন্ঠিত ৩টি মোবাইল,নগদ ১৩.৫০০ টাকা করা হয়। এছাড়া ডাকাত কাজে ব্যবহৃত মাইক্রোবাস,চাপাতী,চাকু,লাঠি ও মোবাইল জব্দ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »