বাঁধন রায়, ঝালকাঠি : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠিতে গর্ভবতী নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে ঝালকাঠি মহিলা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠির গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কনসাল্টেন্ট ডা. মাহমুদ হাসান।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র
স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ইতিমধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিভিল সার্জনের নেতৃত্বে পুষ্টি জাতীয় খাবার সমৃদ্ধ মাদ্রাসা, লিল্লাহ
বোডিং ও এতিমখানায় ত্রাণ বিতরণ করা হয়েছে। মায়ের পুষ্টি চাহিদা এবং করণীয় বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। কি ধরনের
খাবার খাবেন ও ফলমূল খাবেন সে বিষয়ে ধারণা দেয়া হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস