মনজুর রহমান, ভোলা : ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৮মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইলিশা ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: মো. রাফেজ (৪১)মো. মাকসুদুর রহমান (৩৫)
দুজনেই ভোলা জেলার বাসিন্দা।
রাফেজ মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন গ্রামের আবু কাশেম হাওলাদার ছেলে। মোঃ মাকসুদুর রহমান দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার মৃত আমজাদ হোসেন ছেলে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভোলার কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ দুইজন আটক
