জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৫ম ধাপে ৩২ জন মৎস্যজীবীর মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
