সাগরে লঘুচাপ দেশজুড়ে বৃষ্টির আভাস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা বলার সময় এখনো আসেনি। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম দেখছি। কাল থেকে তিনদিন দেশজুড়ে ভারী বৃষ্টি হতে পারে। আজও দেশের সব বিভাগে বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ কম হবে।

আবহাওয়ার অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বুধবার দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »