ঝালকাঠিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবাষিকী উদযাপন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবাষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৫ মে) বিকেল ৫টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেনের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক মো. হুমায়ুন কবির, ঝালকাঠি কবিতাচক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই বক্তব্য রাখেন।
পরে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নজরুলের গানের উপরে গীতি নাট্য, একক ও দলীয়
সংগীত এবং খণ্ড নাটক মঞ্চায়ন করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »