ঝালকাঠিতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

বাঁধন রায়, ঝালকাঠি : আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ মে) সকালে ডিসি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় ৮টি স্টলে জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা ও রেকর্ড রুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস এবং সেটেলমেন্ট অফিস অংশ নেয়। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
পরে জেলা প্রশাসকের সভা ক্ষকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সাংবাদিক আল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী মাইশা।
জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমিসেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »